Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সারাদেশে হিট অ্যালার্ট বাড়লো আরও তিনদিন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গ্রীষ্মের উত্তাপে পুড়ছে দেশ। সারাদেশের ওপর দিয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও তিনদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপপ্রবাহের সতর্কবার্তার কথা উল্লেখ করে সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কবার্তা জানিয়েছে। এতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সোমবার সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত সতর্কবার্তায় আরও বলা হয়েছে- বাতাসে জলীয়বাম্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি বাড়তে পারে।
এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করা হয়েছিল। শুক্রবার (১৯ এপিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ রোববার পর্যন্ত তিন দিন হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর আজ থেকে আবারও সারাদেশে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হলো।

Exit mobile version