জগন্নাথপুর টুয়েন্টিপেঅর ডেস্ক:বাংলাদেশের মেয়েদের এখনো অনেক সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তবে তারা এসব মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে যুব অধিকার নেত্রী ফাহমিদা ফাইজা বলছেন, অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে। সমাজের বিভিন্ন স্তরে নারীদের অবস্থান তুলে ধরতে বিবিসিতে শুরু হয়েছে ‘হান্ড্রেড উইমেন’ বা একশ নারী শিরোনামের এক বিশেষ আয়োজনমালা। এই অনুষ্ঠানমালায় বিবিসি বাংলাও তুলে ধরছে বাংলাদেশের নারীদের অভিজ্ঞতা। তেমনই একজন নারী ফাহমিদা ফাইজা, যিনি বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করেন।
বাংলাদেশের মেয়েদের নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলছিলেন, ছোট থেকেই এদেশের মেয়েদের একটি ধারণা দিয়ে দেয়া হয় যে, একজন মেয়ে হিসাবে এগুলো তোমার দায়িত্ব, এই এই কাজ তোমাকে করতে হবে । এর বাইরে কিছু করতে গেলে বাধা আসতে পারে। তার মতে, একজন নারীর পরবর্তী ভাগ্য কি হবে, সেটা যেন অনেকটা সমাজ নির্ধারণ করে দেয়। সে কতদূর পড়বে, কবে বিয়ে হবে ইত্যাদি। সেই প্রথাগত গণ্ডির বাইরে কেউ আসতে চাইলে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। স্বামী হাত কেটে দিচ্ছে, তালাক দিচ্ছে, এসব ঘটনা দেখতে পাওয়া যায়।ৎ
কিন্তু এসব বাধা কাটিয়েই বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। ফাইজা বলছেন, নারীর প্রতি সহিংসতা সারা বিশ্বেরই একটি সমস্যা। কিন্তু বাংলাদেশের মেয়েরা এসব সমস্যা মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে, সেটাই সবচেয়ে আশার কথা। অনেক কম সুযোগ সুবিধা নিয়েই বাংলাদেশের মেয়েরা লড়াই করছে, বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন।
Leave a Reply