স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা ” নামে নতুন সামাজিক সংগঠনের শুভ সুচনা হয় আজ ২০ মে সোমবার।এতে জমকালো আয়োজনের মাধ্যমে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কেক কাটার মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন অত্র ক্লাবের সাধারণ সদস্য জুবায়ের হাসান সাহেদ, স্বাগত বক্তব্য রাখেন অত্র ক্লাবের সাধারণ সদস্য নুর আলম রাজা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য তেরাব মিয়া, রানীগঞ্জ কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি শাহ জামান উল্লাহ মুক্তার, সমাজ সেবক হাবিবুল বাশার, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক গোলাম সারোয়ার।এছাড়াও উপস্থিত ছিলেন আবুল খয়ের, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইসলাম আলী, আব্দুল সামাদ, অত্র ক্লাবের সদস্য মোঃ আজহারুল ইসলাম সোহাগ ,মুহিবুর রহমান, জুবের উদ্দিন, ইয়াসিন আলম বক্স,জাকির হোসেন, রাকিব আলী, জাহান, ইমন, রিজু, শফিনুর, মিনহাজ, পাভেল, আহমদ হাসান মাহদী, আপ্তাব উদ্দিন, তারেক, মাহদী, ফারহান ও রামিম প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কাসেম আলী তালুকদার জানান,সামাজিক ও মানবিক কাজ করার লক্ষ্য নিয়ে এ সংগঠন গঠন করা হয়েছে।