বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। আজ দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আমিনুল মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের শোডাউন থেকে আমিনুলকে গ্রেপ্তার করে পুলিশ।