স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব, এম এ মান্নান সা কে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বাসীর পক্ষ থেকে দল মত নির্বিশেষে পর্তুগালের রাজধানী লিসবনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা দবির আহমদ। সভা পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুব নেতা এস এম জুয়েল আহমেদ। উক্ত সভায় বক্তব্য রাখেন মাছুম খান,আবু তালেব, আব্দুল আলিম প্রমুখ সভায় বক্তরা বলেন এম এ মান্নান একজন সৎ সজ্জন ভালো মানুষ। তিনি সুনামগঞ্জ জেলার মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করে অবহেলিত সুনামগঞ্জ কে উন্নয়নের মুলধারার নিয়ে এসেছেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নের রূপকার। তাঁর ওপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আমরা ব্যতিত। অবিলম্বে মিথ্যা মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা
