স্টাফ রিপোর্টার:;সিলেটের কৃতিসন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানান তার ছেলে রেজা কিবরিয়া।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শাহ এ এম এস এর ছেলে রেজা কিবরিয়া জানান, মরদেহ আমাদের বাসায় নিয়ে এসেছি। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী করবস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।
Leave a Reply