সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। রবিবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
এদিকে ফাইনালের যাওয়ার এই লড়াইয়ে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি মিস করে বসে আফগানরা! তবে সুযোগ পেয়ে গোল করতে ভুল করেনি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে এবং ম্যাচের ৫৪ মিনিটে খলিল ভুঁইয়ার কর্ণার কিক থেকে বল পেয়ে শট নেন বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন। বল পেয়ে যান লোকাল হিরো সাদ উদ্দিন। পা ছুঁইয়ে গোল করতে কোনো ভুল করেননি সাদ উদ্দিন।
এ ম্যাচের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড অপরিবর্তিত থাকলেও আফগান স্কোয়াডে এসেছে কয়েকটি পরিবর্তন।
বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।
আফগানিস্তান স্কোয়াড: ইদ্রিস আহমদী (গোলকিপার), মোহাম্মদ জাওয়িদ মুরাদী, জামশেদ আজিজী, রাশিদ ইলিয়াসি, হাবিবুল্লাহ কাইয়ুমী, হামিদ দেলওয়ার, শের আহমদ হামেদী, অমিদ হায়দার সানে (অধিনায়ক), আহমদ জিয়া জাহিরী, আলী বাসেত মারদানি, আমির আলী আহমাদী।
এদিকে অপর সেমিফাইনালে সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।
Leave a Reply