Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সাধারণ পাঠাগার সৈয়দপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ মোস্তাক আহমদ সৈয়দপুর থেকে:: সাধারণ পাঠাগার সৈয়দপুরের উদ্যেগে পাঠাগারের হল রুমে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে পাঠাগারের উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে সাধারণ পাঠাগারের পরিচালক সৈয়দপুর আদর্শ কলেজের অধক্ষ্য এডভোকেট মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ পাঠাগারের গ্রন্থ-পরিচালক মোঃ মসুর কোরেশীর পরিচালানয় অনুষ্ঠিত হয়। এতে
প্রবাসীদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া অলিদ, সৈয়দ ময়নূল ইসলাম, সাবেক গ্রন্থ্ পরিচালক মোঃ সাকির আলম কোরেশী, সৈয়দ জালাল আবেদীন, মোঃ মকসুদ মিয়া কোরেশী, মোঃ মুস্ত্ক কোরেশী, মোঃ ফখরুল ইসলাম, পাঠাগারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক পরিচালক সৈয়দ মনোয়ার আলী, সাবেক পরিচালক সৈয়দ মোছাব্বির আহমদ, সাবেক উপ-পরিচালক মোঃ লাহিন মিয়া, সাবেক উপ-পরিচালক সৈয়দ তানিন আহমদ, সাবেক উপ-পরিচালক সৈয়দ জন্নুন জাকেরীন, আলোকিত সমাজ কল্যান সংস্থার সভাপতি সৈয়দ হাফিজ উদ্দিন, মোঃ জয়নূল কোরেশী, মোঃ শাহেদ খান, মোঃ সুজেল খান,সৈয়দ জাবের আহমদ, মারজান কোরেশী প্রমোখ।প্রবাসীদের মধ্যে আজীবন সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেন মোঃ মকসুদ মিয়া কোরেশী, মোঃ মুস্ত্ক কোরেশী এবং মোঃ ফখরুল ইসলাম।

Exit mobile version