সুহেল হাসান কলকলিয়া থেকে :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর সিক্স্র ষ্টার ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে সাদিপুর দক্ষিনের মাঠে এক ফটুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল বিকেলে সাদিপুর দক্ষিনের মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাদিপুর সিক্স ষ্টার একাদশ ৪-০ গোলে মিতালী ফুটবল একাদশ বনগাঁওকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ণ আওয়ামীলীগের সাবেক সভাপতি কুতব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান মাষ্টার জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলাল হোসেন, আয়োজক সংগঠন সিক্স ষ্টারের পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ।