স্টাফ রিপোর্টার-
সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার (২৩ জুন) দুপুরে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে গত ৩১ মে দেশের ১২ জেলায় জেলা প্রশাসক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই সঙ্গে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলী করা হয়। হুমায়ুন কবির জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সহিত পালন করেন। বুধবার তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এসএম মোস্তফা কামাল দীর্ঘ দুই বছর আট মাস সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন
Leave a Reply