তাহিরপুর প্রতিনিধি:;সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের মরহুম সোনাহর আলী শাহ’র দ্বিতীয় পুত্র দৈনিক যুগান্তরের তাহিরপুরের ষ্টাপ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের চাচাত ভাই উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মো. আছদ্দর আলী শাহ্ (৫২) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাতে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র , দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর বাদাঘাট জামে মসজিদ মাঠে প্রথম ও গ্রামের বাড়ি ব্রাম্মণগাঁও মসজিদ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমের লাশ হযরত কলিম শাহ রহ:’র রওজা মোবারক সংলগ্ন পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।