স্টাফ রিপোর্টার::সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক শামস শামীমকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় সাংবাদিক শামস শামীম সোমবার রাতে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সদর থানায় সাধারণ ডায়েরি নং-২৬০।
অভিযোগ থেকে জানা যায় গত ২০ সেপ্টেম্বর স্থানীয় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকায় শামস শামীম সরজেমিন ‘মঈনপুর জনতা মহা বিদ্যালয়: অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশ না করার জন্য ওই কলেজের অভিযুক্ত অধ্যক্ষ মো. আখলাকুর রহমান সুনামগঞ্জ জেলা পর্যায়ের শীর্ষ রাজনীতিবিদসহ প্রভাবশালী মহলকে দিয়ে তদবির করিয়ে ব্যর্থ হন। সংবাদ প্রকাশের পর তিনি ক্ষুব্দ আতœীয়-স্বজনদের দিয়ে অব্যাহত হুমকি ধমকি দিচ্ছেন। প্রাণনাশের ভয়-ভীতিও দেখাচ্ছেন সাংবাদিক শামস শামীমকে।
শামস শামীম জানান, সবার বক্তব্য নিয়েই সাংবাদিকতার নীতিমালা মেনে সংবাদটি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে যথা নিয়মে প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য ছাপা হয়েছে। এই সংবাদের আগে-পরে অধ্যক্ষ আখলাকুর রহমান এবং তার আতœীয়রা আমাকে নানাভাবে হুমকি ধমকি দেওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
সদর থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, আমরা সাংবাদিক শামীমের সাধারণ ডায়েরিটি গ্রহণ করেছি।