সিলেট সংবাদদাতা:: চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মনজুর পিতা সমাজসেবী মো. মজর আলী (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি (বসুন্ধরা-৯৭) নিবাসী । তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। আজ বৃহস্পতিবার বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে জানাজার নামাজ শেষে হযরত মানিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য মঈন উদ্দিন মনজু সিলেটের একজন কৃতি সাংবাদিক হিসেবে পরিচিত। তার পিতার মৃত্যুতে সিলেট ও জগন্নাথপুর প্রেসক্লাবসহ বিভিণ্ন শ্রেণীপেশার নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply