রাকিল হোসেন: মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের উপর মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন নবীগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। উলে¬খ্য যে গত ২৫ অক্টেবর রাতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর গাড়ী চালক মোঃ সুরুজ আলীর সাথে রাস্তায় গাড়ী দাঁড় করানো নিয়ে পথচারীদের কথা কাটাকাটির ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক ফরহাদকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করা হয়েছে। এ ধরনের মামলায় একজন নির্ভিক ও কর্মরত সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে হয়রানীর করাটা দুঃজনক। এ হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন নবীগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। তারা হলেন- সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, আশাহীদ আলী আশা, আকিকুর রহমান সেলিম, রাকিল হোসেন, এম মুজিবুর রহমান, শলিল বরন দাশ, সেলিম তালুকদার, এম আর মুন্না, মুজাহিদ আহমদ চৌধুরী, তছনু চৌধুরী, আলী হাছান লিটন, মোহাম্মদ শওকত আলী, মোঃ তাজুল ইসলাম, এমদাদুলহক, রিপন দেব, মোঃ জুনাইদ চৌধুরী প্রমুখ।