স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্ঠা দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার সিলেট প্রেসক্লাব সদস্য এনামুল হক রেনুর পিতা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সিরাজুল হক এর কুলখানী আজ সোমবার জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন বাসায় অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কুলখানীতে অংশ নেয়। উল্লেখ্য মরহুম সিরাজুল হক শুক্রবার সকাল পৌনে সাতটায় সিলেট শহরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওই দিন প্রথমে জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে জানাযা এবং সিলেটের হয়রত শাহজালাল (রঃ) মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের শেষ ইচ্ছানুযায়ী দরগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। কুলখানী উপলক্ষে শিরনী বিতরনের পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বাড়িতে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।