জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-:: বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট জগন্নাথপুরের কৃতি সন্তান সৈয়দ আনাস পাশার মা নাজমা বেগম আর নেই। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার দিবাগত রাত ১১.১৫ মিনিটে নিজবাড়ী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। দীর্ঘদিন যাবত তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উপদেষ্টা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবি দিনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, এনামুল হক রেনু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ওয়েব মাষ্টার অরূপ সরকার, হাওর অঞ্চল প্রধান গোলাম সরোয়ার লিটন, যুক্তরাজ্য প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোটার রুমানুল হক রুমেন, আজহারুল হক ভূঁইয়া শিশু, আজিজুর রহমান আজিজ, নিজস্ব প্রতিনিধি নিজামুল হক, সৈয়দ মোস্তাক, সুহেল হাসান প্রমুখ। শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সন্তান সৈয়দ আনাস পাশা ও সৈয়দ উতবা দীঘদিন ধরে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত রয়েছেন। সাংবাদিক সহোদয়ের মাতৃবিয়োগে গনমাধ্যম কমী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
Leave a Reply