স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গত সোমবার রাতে জগন্নাথপুর থানায় যোগদান করেছেন।
যোগদানের পর গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুরের প্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ে জগন্নাথপুরের কর্মরত সাংবাদিক সঙ্গে মতবিনিয় সভায় মিলিত হন। এসময় তিনি বলেন, জগন্নাথপুরের আইনশৃঙ্খলা সুরক্ষায় এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চান। নবাগত ওসি বলেন, পুলিশ জনগণের বন্ধু।এই কথাটি কার্যক্রমের মাধ্যমে প্রমান করতে চাই। আপনারা জানেন, বপুলিশ জনসাধারণের জান মাল নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে আসছে। জগন্নাথপুরেও এর ব্যতিক্রম হবে না। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্ঠা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শংকর রায়, প্রথম আলোর প্রতিনিধি, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক অমিত দেব, নির্বাহী সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আলী আহমদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।