1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সহিংসতার সঙ্গে ইসলামকে মেলানো ভুল : পোপ ফ্রান্সিস - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

সহিংসতার সঙ্গে ইসলামকে মেলানো ভুল : পোপ ফ্রান্সিস

  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ইসলাম ধর্মকে সহিংসতার সঙ্গে এক করে দেখা ভুল। তাঁর মতে, ইসলাম নয়, বরং বিশ্বজুড়ে সামাজিক অসাম্য ও অর্থের প্রতি তীব্র আসক্তিই সন্ত্রাসবাদের অন্যতম কারণ।
পোল্যান্ডে পাঁচ দিনের সফর শেষে গত রবিবার রোমে ফেরার সময় বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোপ এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, সহিংসতার সঙ্গে ইসলামকে একাত্ম করে দেখা ঠিক নয়। এটা ঠিক নয়, এটা সত্যও নয়। কেননা পৃথিবীর কোনো ধর্মই সহিংসতাকে সমর্থন করে না, ইসলামও সহিংসতাকে সমর্থন করে না।’

গত ২৬ জুলাই ফ্রান্সের পশ্চিমাঞ্চলে দুজন হামলাকারী ছুরি নিয়ে একটি গির্জায় হামলা চালায়। তারা ৮৫ বছর বয়সী এক রোমান ক্যাথলিক যাজককে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে, এরপর গলা কেটে হত্যা করে। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। এ হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোপ এসব কথা বলেন।

পোপ বলেন, ‘আমি মনে করি, প্রায় সব সময় সব ধর্মেই ছোট একটি মৌলবাদী গোষ্ঠী থাকে। আমাদেরও আছে। আমি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলতে পছন্দ করি না, কারণ প্রতিদিন পত্রিকা খুলেই এখানে ইতালির সহিংসতার খবর দেখি, কেউ একজন তার বান্ধবীকে হত্যা করেছে, কেউ একজন শাশুড়িকে হত্যা করেছে। এরা সবাই দীক্ষিত ক্যাথলিক। আমি যদি ইসলামিক সহিংসতা নিয়ে কথা বলি, ক্যাথলিক সহিংসতা নিয়েও আমাকে কথা বলতে হবে। সব মুসলমান সহিংস নয়।’

সন্ত্রাসবাদের বহু ধরনের কারণ রয়েছে মন্তব্য করে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি জানি এগুলো বলা বিপজ্জনক, কিন্তু সন্ত্রাসবাদ তখনই তৈরি হয় যখন আর কোনো উপায় থাকে না এবং অর্থ যখন খোদা হয়ে দাঁড়ায় আর ব্যক্তির বদলে অর্থকেই যখন বিশ্ব অর্থনীতির কেন্দ্রে স্থাপন করা হয়। এটাই সন্ত্রাসবাদের প্রথম রূপ। সমস্ত মানবতার বিরুদ্ধে একটি মৌলিক সন্ত্রাসবাদ আছে। এবার এ বিষয়ে কথা বলা শুরু করা উচিত।’

বুধবার পোল্যান্ডে যাওয়ার সময় যাজক হত্যা ও অন্যান্য সাম্প্রতিক সন্ত্রাসবাদের ঘটনা নিয়ে কথা বলার সময় পোপ বলেছিলেন, ‘বিশ্ব যুদ্ধের মধ্যে আছে এগুলো এর প্রমাণ, কিন্তু এগুলো ধর্মের কারণে হয়নি।’

বিমানে থাকা সাংবাদিকদের পোপ বলেন, ইউরোপের তরুণদের অর্থনৈতিক সুযোগের অভাবও সন্ত্রাসবাদের জন্য দায়ী। তিনি আরো বলেন, বেকার তরুণরা মদে ও মাদকে আসক্ত হয়ে পড়ে, এরপর আইএসে নাম লেখায়। (সূত্র : বিবিসি, রয়টার্স)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com