1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সহকর্মী-সহযাত্রী যেন ত্যাগী ও দ্বিনদার হয় - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

সহকর্মী-সহযাত্রী যেন ত্যাগী ও দ্বিনদার হয়

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে অন্য মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। যার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি হয়, তার মাধ্যমে প্রভাবিত হওয়া মানুষের সহজাত বিষয়। তাই ইসলাম ভালো মানুষকে সঙ্গী বানাতে বলেছে।
কারণ সঙ্গী যদি দ্বিনদার হয়, ইবাদতগুজার হয় ও কর্মনিষ্ঠ ত্যাগী হয়, তাহলে দুনিয়া ও আখিরাতে এর সুফল মেলে। একই কথা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও। দ্বিনদার ও ত্যাগী কর্মী দুনিয়া ও আখিরাতের পরম বন্ধু। অন্যদিকে বদকার ও সুবিধাবাজ লোকজন দেখতে যত স্মার্ট হোক না কেন, বেলা শেষে তারা চমর ক্ষতির কারণ হয়।

সঙ্গী নির্বাচনে কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে : এ ব্যাপারে পবিত্র কোরআনে  সুস্পষ্ট ঘোষণা এসেছে। ইরশাদ হচ্ছে, ‌‘হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
সৎ ব্যক্তির সততার সুফল সবাই ভোগ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো একজন আতর বহনকারী ও একজন কামারের মতো।
আতর বহনকারী হয়তো তোমাকে আতর দেবে, না হয় তুমি তার থেকে (আতর) ক্রয় করবে, অথবা কম পক্ষে তুমি তার থেকে সুঘ্রাণ পাবে। আর কামার, সে হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে অথবা তুমি তার থেকে দুর্গন্ধ অনুভব করবে। (বুখারি, হাদিস : ৫৫৩৪)
মানুষের স্বভাব-চরিত্রেও বন্ধুর প্রভাব আছে, একসঙ্গে ওঠাবসা করলে প্রত্যেকের মধ্যে তার বন্ধুর কিছু অভ্যাসও চলে আসে। তাই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা মুমিনের দায়িত্ব। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়।
কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।
(আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
সঙ্গী নির্বাচনে আলী (রা.)-এর একটি উক্তি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, ‘নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাকো। কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে।’ (দিওয়ানে আলী)
সুতরাং যারা ইবাদত-বন্দেগি ও সার্বিক কাজে আত্মত্যাগী, তাদের সংস্পর্শ ও সাহচর্যে যদি আমরা আসতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাতে এর সুফল লাভ করতে পারব, ইনশাআল্লাহ।
সৌজন্যে কালের কণ্ঠ 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com