জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম:: ১ম লেগে জোড়া গোল করে বার্সার জয়ে রেখেছিলেন মূল ভূমিকা। ২য় লেগের সতীর্থকে দিয়ে জোড়া গোল করিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে দিলেন তিনিই। একরকম মেসির কাছেই বায়ার্নের এ ভরাডুবি ঘটায় তাকে সর্বকালের সেরা বললেন দলটির কোচ পেপ গার্দিওলা।
মঙ্গলবার বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচে সাবেক গুরু পেপ গার্দিওলার সামনে এভাবেই ফুটবলে মনোযোগী দেখা যায় মেসিকে
মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। সেই সবময়ের সেরা খেলোয়াড়। আমি তাকে পেলের সাথে তুলনা করি। তার ফুটবল নৈপুন্য উপভোগ করতে পারায় আমি খুবই খুশী।
এ মৌসুমটা দারুণ কাটছে মেসির। ইউরোপের সর্বোচ্চ মর্যাদার প্রতিযোগিতায় তিনি একাই ১০ গোল করেছে। ১ম লেগে মেসির জোড়া গোলেই মূলত ৩-০ গোলে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের স্বপ্ন ভেস্তে যায় বায়ার্নের।
এ আর্জেন্টাইন জাদুকরের কল্যানেই ইউরোপীয়ান কাপের ফাইনালে ৮বারের মতো খেলতে যাচ্ছে বার্সা। জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটির কোচ পেপ গার্দিওলা বলেন, আমি যখন তাকে প্রশিক্ষণ করাতাম তখন মেসি যেরকম দুর্দান্ত ফর্মে ছিল; এখনও সে ঠিক একইরকম ফর্মে রয়েছে।
নিজের ২ বছরের মেয়াদে একবারও বায়ার্নকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা উপহার দিতে পারেননি গার্দিওলা। অথচ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সালোনায় ৪ বছরের দায়িত্বে ২৭ বছর বয়সী মেসিকে নিয়ে ২বার চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছেন তিনি।
সাবেক বার্সা কোচ বলেন, মেসি নিশ্চিতভাবেই সেরা ফর্মে রয়েছে। সে ক্যারিয়ারের সেরা সময়টা পার করছে।
সর্বশেষ ২০১১ সালে গার্দিওলার অধীনে বার্সালোনার হয়ে শিরোপা জিতেছিলেন মেসি। এবারের লা লিগায় এখন পর্যন্ত ৪০ গোল করেছেন তিনি। কাতালানরা এবারের মৌসুমে ট্রেবল জয়ের বেশ কাছাকাছি পৌঁছে গেছে।
মঙ্গলবারের ম্যাচে মেসি গোল না পেলেও দলের জয়ে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেছেন মেসি। নেইমারের জোড়া গোল মূল বলের যোগানদাতা ছিলেন তিনিই।
Leave a Reply