জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কড়া নজরদারীতে আছেন। আপনারা জেলা পর্যায়ের কর্মকর্তাদের নজরদারী বাড়াতে হবে। আমি অভিজ্ঞতা থেকে বলছি, মাঠ পর্যায়ে নজরদারীর দুর্বলতা আছে। এটি কাটিয়ে উঠতে হবে।’ তিনি বলেন,‘সরকার হাওর ভাতা দেবার চিন্তা করছে। কিন্তু যারা ভাতা পাবেন, তারা যদি নির্দেশনা মোতাবেক কাজ না করেন, ভাতা পেয়ে আরও ভাল বাজার সওদা করেন, শহরে থাকেন, তাহলে এই ভাতা কোনো কাজে লাগবে না।’
তিনি আরোও বলেন,‘হাওরের সকল উন্নয়ন হবে জলাধার, পানির আধাঁরসহ আবহমানকালের প্রকৃতি নৈসর্গিক বৈশিষ্ট্যকে রক্ষা করে, যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলেন। আমরা আধুনিকতার জন্য নতুন চিন্তা করবো, উন্নয়ন করবো, তবে প্রকৃতির দানকে বাঁচিয়ে রেখে।’
তিনি বলেন, ‘সুনামগঞ্জে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) । কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার জন্য এই ইনস্টিটিউট ভূমিকা রাখবে। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ককে মহাসড়কের মানে তোলার চেষ্টা করবো আমি।’
সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে তিনি নির্দেশ দেন,‘প্রত্যন্ত গ্রামের মানুষের টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের জন্য। এসব প্রকল্প অনুমোদনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নিয়ে যাব।’
তিনি বলেন,‘প্রধানমন্ত্রী চান যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই, সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় হোক। আমি মনে করছি, সুনামগঞ্জ বড় জেলা এই জেলা এক্ষেত্রে প্রধান্য পাবে।’
সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জে রেল গেইট সম্প্রসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, সাংসদ মুহিবুর রহমান মানিক, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, বিআরডিবির উপ-পরিচালক শামছুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জেলা কৃষি কর্মকর্তা বশির আহমদ সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, সাংবাদিক পঙ্কজ দে, অমর চান দাশ, শামস শামীম, শাজাহান চৌধুরী প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী এর আগে সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন।
বিকালে শহরের ষোলঘর মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করেন। রবিবার বিকালে ষোলঘর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ বেনারসী মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ (সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফতাব উদ্দীন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সিরাজুর রহমান সিরাজ।
Leave a Reply