জগন্নাথপুর২৪ ডেস্ক::
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও বয়সসীমা বাড়ানো কমিটির প্রধান ড. আব্দুল মুয়ীদ চৌধুরী।
আজ সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশে পুরুষদের বয়সসীমা ৩৫ বছর এবং নারীদের ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমন্বয় করেই এ বয়সসীমার প্রস্তাব দেয়া হয়েছে।
তবে অবসরের সময়সীমা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান আব্দুল মুয়ীদ চৌধুরী। সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জনপ্রশাসন সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘ সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। সরকারের বেঁধে দেয়া তিন মাস সময়সীমার মধ্যে জনপ্রশাসন সংস্কার করা হবে।’ সুত্র মানব জমিন