বিশেষ প্রতিনিধি::একসঙ্গে প্রচারণায় অংশ নিয়ে অনন্য নজির স্থাপন করেছেন সুনামগঞ্জ পৌরসভার তিন মেয়র প্রার্থী। মঙ্গলবার দুপুরে তার শহরের বিলপাড় এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে একসাথে প্রচারণায় অংশ নেন। এসময় একে অপরকে ফুলের মালা দিয়েও বরণ করে নেন প্রার্থীরা। একসঙ্গে তাঁরা পুজার প্রসাদও গ্রহণ। তিন মেয়র প্রার্থীর এই সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। নির্বাচনের পরও এভাবে সকলে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করার দাবি জানান উপস্থিতরা।
জানা যায়, সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আয়ূব বখত জগলুল, বিএনপি মনোনীত প্রার্থী শেরগুল আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। গতকাল দুপুরে শহরের বিলপাড় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের একটি কীর্তন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে প্রচারণা চালাতে যান তারা। এ অনুষ্ঠানে তিন প্রার্থীরই দেখা হয়ে যায়। এসময় তিন মেয়র প্রার্থী একসাথে প্রচারণা চালান।
সনাতন ধর্মাবলম্বিদের এই কীর্তন অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীনের স্ত্রী জিনিয়া আফরোজ। তিনিও স্বামী দেউয়ান সালাদীনের সঙ্গে প্রচারণা চালান। পরে তিন মেয়র প্রার্থী একই সঙ্গে পাশাপাশি বসে তারা প্রসাদ খেয়েছেন। যাওয়ার আগে একে অন্যকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। সাধারণ ভোটাররা শান্তি ও সম্প্রীতির শহরে নির্বানী প্রচারণায় ঐতিহ্য রক্ষা করায় তিন মেয়র প্রার্থীকেই অভিনন্দন জানান।
Leave a Reply