আল্লাহ মানুষকে ধনী-গরিব করে সৃষ্টি করেছেন। ধনীর দায়িত্ব গরিবের পাশে দাঁড়ানো। গরিবকে সহযোগিতা করা। কারণ, ধনীর সম্পদে গরিবের অধিকার রয়েছে। কিন্তু যে ধনী দান-সদকা ও জাকাত না দিয়ে সম্পদ জমা করে বারবার গণনা করে, আল্লাহতায়ালা তাদের নিন্দা করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য, যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে। যে ধনসম্পদ জমা করে আর বারবার গণনা করে।’ (সুরা হুমাজা, আয়াত: ১-২)
অর্থের প্রাচুর্যতা অনেক মানুষকে দাম্ভিক বানিয়ে দেয়। সব সমস্যার সমাধান সে অর্থের মাঝে খুঁজে ফেরে। সে ধারণা করে এ সম্পদ চিরস্থায়ী, এ সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। ফলে সে হয়ে থাকবে চির অমর। কিন্তু তার এ ধারণা নিতান্তই ভুল এবং কাল্পনিক। আল্লাহ বলেন, ‘সে ধারণা করে তার ধনসম্পদ তাকে অমর করে রাখবে।’ (সুরা হুমাজা, আয়াত: ৩)
জগতে প্রকৃতার্থে মানুষের বলতে কিছু নেই। সব কিছুর মালিক আল্লাহ। তিনি মানুষকে শুধু প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছেন। প্রতিনিধিত্বের জায়গায় নিজেকে মূল মালিক ভেবে ভুল করা যাবে না।
হাদিসে কুদসিতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দারা বলে, আমার সম্পদ আমার সম্পদ। অথচ তিনটি হলো তার সম্পদ—যা সে খেয়ে শেষ করল, অথবা যা সে পরে পুরাতন করল কিংবা যা সে দান করে সঞ্চয় করল। এ ছাড়া অবশিষ্টগুলো তার থেকে চলে যাবে এবং তা মানুষের জন্য রেখে যেতে হবে।’ (মুসলিম, হাদিস: ৭৩১২)
এই যে মানুষের কষ্টার্জিত ধনদৌলত–যা দিন-রাত অবিরাম অন্তহীন পরিশ্রমের ফসল। তা কি আদৌ মানুষ কবরে নিয়ে যেতে পারবে? কখনো নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথিরূপে তার সঙ্গে যায়। এরপর দুটি ফিরে আসে এবং একটি তার সঙ্গে থেকে যায়। সঙ্গে গমন করে পরিবার-পরিজন, ধনসম্পদ এবং তার আমল। তার পরিবার-পরিজন ও ধনসম্পদ ফিরে আসে আর শুধু আমল থেকে যায়।’ (মুসলিম, হাদিস: ৭৩১৪)
আল্লাহর কাছে দুনিয়া অতি নগণ্য। দুনিয়া অর্জনে মানুষ কত ব্যস্ত। মানুষের কত দৌড়ঝাঁপ। দুনিয়া অর্জনের জন্য মানুষ পরকাল বিকিয়ে দিচ্ছে অবলীলায়। অথচ আখেরাতের তুলনায় দুনিয়াটা অতি নগণ্য, তুচ্ছ, মূল্যহীন। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ‘একদিন রাসুলুল্লাহ (সা.) আলিয়াহ অঞ্চল থেকে মদিনায় আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তাঁর উভয় পাশে বেশ লোকজন ছিল। যেতে যেতে তিনি ক্ষুদ্র কানবিশিষ্ট একটি মৃত বকরির বাচ্চার পাশ দিয়ে যেতে এর কাছে গিয়ে এর কান ধরে বললেন, তোমাদের কেউ কি এক দিরহাম দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী। তখন উপস্থিত লোকেরা বললেন, কোনো কিছুর বদৌলতে আমরা এটা নিতে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন তিনি বললেন, বিনা পয়সায় তোমরা কি সেটা নিতে আগ্রহী? তারা বললেন, এ যদি জীবিত হতো তা হলে নেওয়া যেত, কিন্তু এটা দোষী। এর কান হচ্ছে ছোট ছোট। আর এখন তো সেটা মৃত, আমরা কিভাবে তা গ্রহণ করব? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘আল্লাহর শপথ, এ তোমাদের কাছে যতটা নগণ্য, আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরও বেশি নগণ্য।’ (মুসলিম, হাদিস: ৭৩০৮)
সৌজন্যে খবরের কাগজ