স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন,সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান নিশ্চিত করে অনগ্রসরতা কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন,শিক্ষাক্ষেত্রে অগ্রগতির মাধ্যমেই নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মরহুম আফতাব আলীর স্মৃতিচারণ করে বলেন,কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে। তাঁর উত্তরসূরীরা তার নামে শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করে সমাজে অনন্য নজির স্থাপন করেছেন। তা অবশ্যই প্রশংসার দাবীদার। বৃহস্পতিবার বালিশ্রী আফতাব আলী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির উদ্দিনের সভাপতিতে¦ ও শিক্ষানুরাগী আশরাফুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী, ইউপি সদস্য মুক্তার মিয়া, মমরাজ হোসেন রাজ, স্থানীয় শিক্ষানুরাগী আবু তাহের মজনু,নিজাম উদ্দিন জালালী, আলতাবুর রহমান, তোফাজ্জল হোসেন, দিলীপ কুমার দাস প্রমুখ। আলোচনাসভা শেষে মরহুম আফতাব আলীর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনু্িষ্ঠত হয়।