জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক;:নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মৌলভীবাজারের সাংসদ ও সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান- বৃহস্পতিবার ভোরে মহসিন আলী অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। নিউমোনিয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও আক্রান্ত। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তিনি কখন ছাড়া পাবেন সে বিষয়ে চিকিৎসকরা কিছু বলেননি।
এর আগে একবার বাইপাস সার্জারি হয়েছিল ৬৬ বছর বয়সী মহসিন আলীর। এছাড়া ডায়াবেটিসের সমস্যায় দুইবেলা ইনসুলিন নিতে হয় মন্ত্রীকে। দেশে চিকিৎসার উন্নতি না হলে মন্ত্রীকে বিদেশে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
Leave a Reply