স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর সদস্য মো. শওকত আলমের মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবং মৃত্যুপরবর্তী কাজের জন্য নগদ ৫ হাজার টাকা নিহতের স্ত্রী মোছা. আফিকা বেগমের হাতে তুলে দেওয়া হয়। বিধি অনুযায়ী সমিতি থেকে নিহতের ঋণ হিসেবে নেওয়া পঞ্চাশ হাজার টাকা মওকুফ হয়েছে। এবং সমিতিতে তাঁর সঞ্চয়কৃত টাকার দ্বিগুণ টাকা প্রদান করা হবে।
গতকাল বুধবার বিকেলে নিহত সমবায়ী শওকত আলমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, প্রতিষ্টানটির উপজেলা ব্যবস্থাপক আবুল বাসার প্রমুখ।