1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সব দলের সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশন রিপোর্ট চূড়ান্ত করতে হবে: মির্জা ফখরুল - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সাত কলেজ জগন্নাথপুরে জমিয়ত মহাসচিব-শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না পবিত্র শবে মেরাজ আজ ঢাবিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ঢাকা অবরোধ কর্মসূচি ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গনি সংক্ষিপ্ত সফরে দেশে শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা, জলকামান জগন্নাথপুর-পাগলা মহাসড়কে ডাকাতি ঠেকাতে চেকপোস্ট চান চালকরা শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি অসুস্থ জাতি অপেক্ষা করছে: কাদের গনি চৌধুরী

সব দলের সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশন রিপোর্ট চূড়ান্ত করতে হবে: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুইটা একসাথেই চলতে পারে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ঐক্যমত ছাড়া কোন কিছু সম্ভব না।

অনেকে বলছেন জুলাই আগষ্টে নির্বাচন অসম্ভব এমন প্রশ্নে তিনি বলেন, সংস্কার চলবে, নির্বাচনের কাজও চলবে। নির্বাচনের পর যে সরকারে আসবে তিনি এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষে থেকে পরিস্কার করে বলতে পারি প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাবো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সমস্ত ক্ষেত্রে সংস্কারের কাজ শুরু করেন। তিনি প্রথম সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের ব্যবস্থা চালু করেছেন। জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি পরিকল্পনা করেছেন। তার হাত ধরে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটেছে।

জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মহান নেতার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে। সেই দল সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে আজ বাংলাদেশে সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, জিয়াউর রমানের পরে তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া এই দলের দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়ে দলকে আরও বেশি শক্তিশালী করেছেন। আজকে তিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা তার জন্য সবাই দোয়া করি। আজকে তারই আরেক যোগ্য উত্তরসরি ওনার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্ব নিয়েছেন। যিনি হাসিনা-ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন নেতৃত্ব দিচ্ছেন।
সুত্র আমার দেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com