বায়োলজিকেল ওয়ার ফেয়ার নাকি সত্যিকারের পেনডেমিক!এটা হয়তো কখনোই পৃথিবী জানবে না।যাইহোক আমাদের মত সাধারন মানুষ এসব নিয়ে মাথা খাটিয়ে কোন লাভ নেই । আমরা সাধারণ মানুষ সব সময় পিপীলিকার মত ক্ষুধার জ্বালা নিবারণে বেসত্ ।
দেশে এখন বৈশাখ ঘরে ধান তোলার মৌসুম কিন্তু কভিড১৯ এর কারনে শ্রমিক সংকটে গৃহস্থালি যখন হিমশিম খাচ্ছেন ঠিক তখনই আশার সঞ্চার আমদের দেশের ছাত্র সমাজ, যুব সমাজ এমনকি পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জীবন বাজি রেখে ধান কাটতে কৃষক ভাইদের সাহায্যে এগিয়ে এসেছেন এটাই আমার প্রিয় জন্মভূমির আসল বিউটি ।এই বিউটিই সামনের দিকে এগিয়ে চলার বারংবার অনুপ্রেরণা যুগিয়েছে। এই সৌন্দর্যকে পুঁজি করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ৭১-এ প্রিয় মাতৃভূমির জন্ম হয়েছিল। পরবর্তীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত এবং আগামী কয়েক বছরের মধ্যে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌছার সপ্ন দেখি । কভিড-১৯ এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সরকারের গাইড মেনে যে কোন ভাবে বোরো ধান সংগ্রহ করা অত্যন্ত প্রয়োজন ।এ জন্যে হাওড় এলাকায় সহনীয় ভাবে ভলান্টিয়ার্স নিয়োগ অত্যন্ত জরুরী ।কভিড-১৯ এ ধনী দেশ গুলো ইতিমধ্যে রিসেসনে পরে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে অনেকে আবার ২য় বিশ্ব যুদ্ধের চাইতেও খারাপ হতে পারে এমনটা ভাবছেন ।আমি কিন্তু আমাদের দেশ নিয়ে এমনটা ভাবি না ।আমি মনে করি কভিড ১৯ এই সংকট মূহুর্ত কেটে গেলে আমরা বিশ্বের অন্যান্য দেশের চাইতে দ্রুত অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হব।তার কয়েকটি প্রধান কারণ রয়েছে ।বাংলাদেশ প্রথমত কৃষি প্রদান এবং তার পাশা পাশি গার্মেনটস সেক্টর আর এই দুইয়ের মধ্যখানে বিশ্বের বিভিন্ন খানে ছিটিয়ে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী যা বিশ্বের আর কোথাও নেই ।আমি আমার ইমোশন থেকে কথা বলি এবং বাস্তবতাকে কঠোর পরিশ্রম করে সফল করি। এজন্য আমার কাছে মনে হয় এই মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতিতে সফল ভাবে বোরো ধান সংগ্রহ করাই হবে আগামীতে শক্ত হয়ে বেঁচে থাকার প্রথম ধাপ । বাধা বিপত্তি অতিক্রম করে সকল পরিস্থিতি মোকাবিলা করে কভিড ১৯ যুদ্ধে জয়ী হবে এবং দেশ এগিয়ে যাবে স্বপ্ন দেখি । দোয়া করি ভাল থাক প্রিয় বাংলাদেশ ।
লেখক – ভাইস প্রেসিডেন্ট জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট