Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

সপ্তম বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক::
ম্যাক্সওয়েলের ব্যাট থেকে বল সিমানা পার হতেই বিশ্ব পেয়ে যায় নতুন চ্যাম্পিয়ন। ম্যাচসেরা মিচেল মার্শের অপরাজিত ৭৭ ও ডেভিড ওয়ার্নার ৫৩ রানে প্রথমবারেরমত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা উঠলো অস্ট্রেলিয়ার ঘরে। ওয়ানডের সবচেয়ে সফলতম দল। বিশ্বকাপ জেতা হয়েছে পাঁচ পাঁচবার। অথচ তাদেরই নেই একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ! এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি। এবার আর কোন ভুল করেনি অজিরা।

নিউজিল্যান্ডের বোলিং লাইনকে কচুকাঁটা করে ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় নিজেদের করে নেয় অ্যারন ফিঞ্চের দল।
দুবাইয়ে টসে হেরে নিউজিল্যান্ড ব্যাট করে উইলিয়ামসনের ৪৮ বলে ৮৫ রানে ৪ উইকেটে সংগ্রহ করে ১৭২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে জোশ হ্যাজেলউড তুলে নেন ৩ উইকেট।

Exit mobile version