1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সন্ধ্যা সাড়ে ৭ টায় বাবুনগরীর জানাজা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

সন্ধ্যা সাড়ে ৭ টায় বাবুনগরীর জানাজা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরীর জানাজার নামাজ সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহাম্মদ।

পরে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবুনগরীর দাফন করা হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

বাবুনগরীর লাশ এখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রয়েছে। তার জানাজার সময় পরে জানানো হবে।

বাবুনগরীরর খাদেম মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা। পথেই তার মৃত্যু হয়।

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com