1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে: সিইসি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে: সিইসি

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার রাজধানীতে ভোটার তালিকা হাল নাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘সরকারি যেকোনো রিফর্মস (সংস্কার) করতে গেলে অনেক বিধি-বিধান, আইন-কানুন অনেক জায়গায় হাত দিতে হয়। না হলে তো করা যাবে না। আইন কানুনে আটকে থাকলে তো অনেক কাজ এগিয়ে নিতে পারবো না।’

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলা দেবে, প্রপোজাল যেগুলো গৃহীত হবে-সেগুলো একোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কন্সটিটিউশনে (সংবিবানে) হাত দিতে হবে। সেই লক্ষ্যে জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি এবং কাজ করছি।’

পুরনো মন-মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সব সংস্কারের বড় সংস্কার হলো নিজের আত্মাকে সংস্কার করা। নিজের মনকে সংস্কার করা। আমাদের মন-মগজ যদি সংস্কার না হয়, তাইলে আখেরে এই সংস্কার ভালো কিছু বয়ে নিয়ে আনবে না।’

জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া তাদের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
সুত্র- মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com