স্টাফ রিপোর্টার:; ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাক পেলেন ওয়ান ইলেভেনে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য নজির হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৭ টা মিনিট পর্যন্ত সময়ে বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক হয় নজির হোসেনের। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠক থেকে বেরিয়ে সুনামগঞ্জ-১ আসনের দুবারের এই সাংসদ জানান, গতকাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আজকের নির্ধারিত সময়ে চেয়ারপারসনের অফিসে উপস্থিত থাকার জন্যে বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নজির হোসেনের সাথে দেশের বর্তমান পরিস্থিতি আলোচনা করে সকল ভেদাভেদ ভুলে দলের জন্য কাজ করার নির্দেশ দেন। এসময় নজির হোসেন ১/১১ এ নিজের ভুল স্বীকার করে বলেন, আপনার প্রতি আস্থা থাকায় অন্য কোনো দলে যোগ দেইনি। এসময় বেগম জিয়া তাকে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেন।
এদিকে, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক কলিম উদ্দিন মিলন ফোনে অভিনন্দন জানিয়েছেন বলে জানান নজির হোসেন।
Leave a Reply