1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সংবর্ধনার জবাবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল : পরিকল্পনা ছাড়া কোনদিন কোন কাজ সুষ্ঠভাবে সম্পাদন করা যায়না - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

সংবর্ধনার জবাবে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল : পরিকল্পনা ছাড়া কোনদিন কোন কাজ সুষ্ঠভাবে সম্পাদন করা যায়না

  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৩২ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আয়্যুব বখত জগলুল কথায় নয় কাজের রাজনীতিতে এগিয়ে আসার জন্য সুনামগঞ্জ পৌরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, আমার দায়িত্ব গ্রহনের পূর্বে ১৫টি বছর মাসি পিশীর ঘুম পাড়ানির গল্প আউরিয়ে জল জোৎ¯œার শহর এবং কবিতা ও আড্ডার শহর বলে সুনামগঞ্জকে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছিলো। পাড়া মহল্লায় কিছু চালাক লোকদেরকে নিয়োজিত করে চায়ের স্টলে বসিয়ে গল্প গুজব ছড়িয়ে মোসাহেবী করার জন্য দায়িত্ব দেয়া হতো। কিন্তু আমি গত বছর আয়েশী জীবন যাপন করি নাই। সারাক্ষণ পৌরবাসীর খেদমতে ব্যস্ত ছিলাম। অফিসে ব্যস্ত সময় কাটাতাম এজন্য যে,অন্ততপক্ষে একটি সই সীলের জন্য যাতে কোন নাগরিককে হয়রানীর শিকার না হতে হয়। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি যে,ইচ্ছেকৃতভাবে কামার খালটি বন্ধ করে দিয়ে এ শহরটিকে জলাবদ্ধতার দিকে পতিত করা হয়েছে। এখন পুরো ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। প্রথমবারে মেয়র নির্বাচিত হয়ে আমি পিছিয়ে পড়া পৌরসভাকে এগিয়ে নিতে পৌরসভার সকল প্রকৌশলীদের নিয়ে পরিকল্পনা প্রনয়ন করেছি। আমি মনে করি পরিকল্পনা ছাড়া কোনদিন কোন কাজ সুষ্ঠভাবে সম্পাদন করা যায়না। ৭ ফেব্রুয়ারী রোববার রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার হাছননগর বুবির পয়েন্টে এলাকাবাসী প্রদত্ত এক গণ সংবর্ধনা সমাবেশে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আয়্যুব বখত জগলুল একথাগুলো বলেন। সভায় সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২ বারের নির্বাচিত ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশীদ। বুবির পয়েন্ট নিবাসী রেজাউল হকের সভাপতিত্বে ও শহীদুল কবির চৌধুরী সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রপেসর আকলাকুজ্জামান বাবলু,ক্যাশিয়ার সোহেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,পৌর কমিটির সভাপতি জাকারিয়া জামান তানভির ও শফিকুজ্জামান চৌধুরী সজীব প্রমুখ। এসময় ৪-৬ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেলী চৌহান ময়না,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর নূর,যুবলীগ নেতা সাজিদুর রহমান,আয়োজক শাহীন চৌধুরী, প্রবাসী গয়েছ মিয়া,আলহাজ্ব ইউসুফ আলী,বাচ্চু মিয়া,ধন মিয়া,মন্টু মিয়া,আব্দুল ওয়াহিদ,সানই মিয়া,জিয়াউল হক,আব্দুর রহমান,শাহ মোশাররফ হোসেন ও সেজা মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল কৃষ্ণ চন্দ,বাউল যোবায়ের বখত সেবুল,সাংবাদিক বাউল আল-হেলাল,আতাব মিয়া,সায়মন আহমেদ শামীম,ছবি বিশ্বাস,নিভা বিশ্বাস,হাবিব মিয়া,বাবুল মিয়া,মিজানুল মিয়া, খুশি বেগম,শান্ত মিয়া,মাসুম আহমদ,রাব্বি,শিশু শিল্পী নয়ন,সোমাইয়া আক্তার ও সুজনসহ স্থানীয় শিল্পীবৃন্দ।সুনামগঞ্জ পৌরসভার মধ্যবর্তী প্রবাহিত খাল কামারখাল দিয়ে স্টিমার চলাচল হতো উল্লেখ করে মেয়র আয়্যুব বখত জগলুল বলেন,যারা নতুনপাড়ার কামার খালটি বন্ধ করে দিয়েছেন তারা দূর্বল মানসিকতা নিয়ে নির্বুদ্ধিতার কাজ করেছেন। সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচিত হয়ে প্রথম যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে অবৈধ দখলদারদের কবল থেকে প্রবাহিত খাল উদ্ধার। আমরাও কামারখাল উদ্ধার করে এ শহরের ড্রেনেজ ব্যাবস্থার স্থায়ী সমাধান করতে চাই। গত ৫ বছরে যদি আমি ৬০ ভাগ কাজ করে থাকি এবার ৮০ ভাগ কাজ করার চেষ্টা করবো। সিলেট পৌরসভার একদিন আগে সুনামগঞ্জ পৌরসভার জন্ম। অথচ আজ সিলেট কত উন্নত। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের অভাবে আমরা আজো অনেক পেছনে পড়ে রয়েছি। তাই আমাদের পৌরসভাকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পৌরসভার নাগরিক হিসেবে আপনারা একটি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন। আমরা প্রতিটি জায়গায় ডাস্টবিনের ব্যাবস্থা করে দেবো। আমি চাই আমাদের প্রত্যেকটি জায়গা যেন গুরুত্বপূর্ণ হয়। উন্নয়নকে এক জায়গায় কেন্দ্রীভূত না করে আমরা উন্নয়নের বিকেন্দ্রীকরন করতে চাই বলেই পূর্ব সুলতানপুরে শিশু পার্কের কাজ উদ্বোধন করেছি। আমরা আনিসা হেল্থ কেয়ারের পাশে একটি সুইমিং পুল করবো। ৩নং ওয়ার্ডের স্বল্প আয়ের মানুষের জন্য একটি কমিউনিটি সেন্টার করতে চাই। অল্প কিছুদিনের মধ্যেই ময়নার পয়েন্টের নতুন ওয়াটার প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন করে শহরের সব জায়গায় পানি সরবরাহ করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা গঠনমূলক সমালোচনা করেন আমি সেটা চাই। কিন্তু গত ৫ বছরে আমি দূর্নীতি করেছি এটা কেউ বিশ্বাস করেনি বলেই আমাকে নির্বাচিত করেছেন। অথচ দুএকটি পত্রিকায় আমাকে দূর্নীতিবাজ সাজানোর অন্যায় চেষ্টা করা হয়েছিলো। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে চাই আমি কোন দূর্নীতি করিনি। জীবনের বাকী যে সময়টুকু আছে আমি তা মানুষের জন্য বিলিয়ে দিতে চাই। আপনারা জানেন আমি একটি রাজনৈতিক দলের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলাম। এ পদে থেকে কেউ কেউ কোটিপতি হয়েছেন। কিন্তু আমার কাছে পদটা কখনও বড় ছিলনা। তাই এ পদ চলে গেলেও আমি পদ ফিরে পেতে কোন চেষ্টা করিনি করবোওনা। আমি চাই জনপ্রতিনিধির কথা এবং কাজের যেন মিল থাকে। কথা কম কাজ বেশী নীতিতে যারা অভ্যস্ত সেইসব কোয়ালিটি সম্পন্ন লোকদের কাছে যেন নেতৃত্ব থাকে।

জেলা সদর হাসপাতালের সরকারী কর্মচারীদের অনিয়ম পুকুরচুরি ও সিন্ডিকেট গঠনের মাধ্যমে সরকারী ্ঔষধ কালোবাজারে পাঁচারের প্রতিবাদ জানিয়ে বলেন,গুটি কয়েক মানুষের জন্য সুনামগঞ্জের স্বাস্থ্য ব্যাবস্থা ব্যাহত হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা বেতন নেয়ার সময় হাসপাতালে আসেন। সারা মাস থাকেন কর্মস্থলের বাইরে। আগামীতে স্বাস্থ্য ব্যাবস্থার বেহাল অবস্থা নিয়ে আমি আন্দোলনের ডাক দেবো। সেসময় যাতে আপনাদের সকলকে পাশে পাই এরজন্য আগাম আহবান জানিয়ে রাখলাম।

৭১ এর শহীদ সূর্যার পরিবারসহ বুবির পয়েন্ট এলাকায় বসবাসরত প্রায় ৩৫টি পরিবারকে উচ্ছেদের হুমকী প্রসঙ্গে তিনি বলেন,মালিক যদি জায়গা বিক্রি করতে চায় তাহলে যারা এই ভূমির উপর ৫০ বছর ধরে বসবাস করছে তাদের কাছেই বিক্রি করতে হবে। পাউয়ার অব এটর্নী দিয়ে কোন সিন্ডিকেটের বা গডফাদারের কাছে তুলে দিলেই আপনারা কারো হুমকীতে এ জায়গা ছেড়ে দেবেননা। অন্ততপক্ষে আমি যতদিন মেয়র হিসেবে দায়িত্বে আছি ততদিন কোন ভূমিদস্যু সিন্ডিকেটকে গরীব মানুষের জায়গা দখল করতে দেবোনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com