অমিত দেব:: ৩১শে আগষ্ট জগন্নাথপুরের শ্রীরামসি গণহত্যা দিবস। ৭১ এর এই দিনে পাকহানাদার বাহিনী শ্রীরামসী গ্রামে নারকীয় তান্ডব চালিয়ে গ্রামের সহজ সরল শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। দেশ স্বাধীনের পর থেকে এই দিনটি শ্রীরামসি গ্রামবাসী শহীদের স্মরণে আঞ্চলিক শোকদিবস হিসাবে পালন করে আসছেন। ইতিহাস মতে ৭১ সালের ২৯ আগষ্ট শ্রীরামসিতে আসে উপজেলার চিলাউড়া গ্রামের রাজাকার আব্দুল ওয়াতির ও মছলম উল্যাহ। তারা শ্রীরামসিতে এসে গ্রামের মানুষকে আকর্ষনীয় সুযোগ সুবিধা ও বেতন ভাতার লোভ দেখিয়ে রাজাকার বাহিনীতে যোগ দেয়ার প্রস্তাব দেয়। কিন্তুু গ্রামের মুক্তিকামী মানুষ তাদের প্রস্তাব প্রত্যাখান করে তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এসময় ওই দুই রাজাকার হুমকি দিয়ে গ্রামবাসীকে শাসিয়ে যায়। পরে রাজাকাররা শ্রীরামসিতে মুক্তিবাহিনীর ক্যাম্প আছে একথা পাকবাহিনীকে বুঝিয়ে ৩১ আগষ্ট শ্রীরামসিতে নিয়ে আসে। জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের ওপর দিয়ে অবস্থিত মীরপুর বাজার। তারপরই মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের মধ্যস্থলে শ্রীরামসি বাজার, প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অবস্থান। এছাড়াও ভূমি অফিস,পোষ্ট অফিস সহ সরকারী অফিস থাকায় সরকারী কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের অবস্থান ছিল শ্রীরামসি বাজারে। স্থানীয় রাজাকারদের সহযোগীতায় পাক বাহিনী বিশাল বহর নিয়ে নৌকাযোগে শ্রীরামসিতে প্রবেশ করে সকাল ১০টার মধ্যে পুরোগ্রাম তাদের নিয়ন্ত্রনে নিয়ে গ্রামবাসীকে শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি কমিটির সভায় যোগদিতে আহ্বান জানায়। যারা আসতে চাননি তাদেরকে বাড়ি থেকে জোর করে ধরে আনা হয়। সমবেত লোকজনকে দুই ভাগে বিভক্ত করে পাকসেনারা। বিদ্যালয়ের দুটি কক্ষে আটক করে বেঁধে ফেলে। এক গ্রুপে যুবক ও অন্য গ্রুপে বয়স্কদেরকে রাখা হয়। সেখানে মারধর করে নির্যাতনের পর যুবকদলকে নৌকায় করে নিয়ে যাওয়া হয় শ্রীরামসি গ্রামের রহিম উল্যার বাড়িতে এবং অপরগ্রুপকে নৌকায় করে নিয়ে যাওয়া হয় নজির মিয়ার বাড়ীর পুকুর পাড়ে। দু.গ্রুপের লোকজনকেই সারিবদ্ধ করে হাত বেঁধে লাইনে দাঁড় করিয়ে টানা গুলিবর্ষণ করা হয়। অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে নির্বিবাদে পাখির মতো গুলি করা হয়। এসময় রহিম উল্যাহর বাড়িতে লাইনে দাঁড়ানো ৫ জন নিজেকে পাক বাহিনীর সমর্থক বলে দাবী করে প্রাণভিক্ষা চায়। স্থানীয় এক রাজাকার আত্বীয় পরিচয় দিয়ে তাদের ছেড়ে দেয়ার সুপারিশ করলে শ্রীরামসি বাজার আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। অবশ্য মুক্তি পাওয়ার পর তারা গ্রামছেড়ে সটকে পড়েন। এছাড়াও পাকবাহিনীর বন্ধনমুক্ত হয়ে পালিয়ে বাঁচেন শ্রীরামসি গ্রামের হুশিয়ার আলী,ডা: আব্দুল লতিফ,জওয়াহিদ চৌধুরী। পাকবাহিনীর টানা গুলিবর্ষনে মাটিতে লুটিয়ে পড়ে যারা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তাঁরা হলেন, শ্রীরামসি ডাকঘরের নৈশ্যপ্রহরী আব্দুল লতিফ,জোয়াহির চৌধুরী (গদাভাট) ছফিল উদ্দিন (দিঘীরপাড়) তপন চক্রবর্তী (নিহত তহশীলদারের ভাই)আমজাদ আলী,ইলিয়াছ আলী এলকাছ আলী,সুন্দর আলী প্রমুখ। আর যারা শহীদ হয়েছিলেন তাঁরা হলেন,শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ ছাদ উদ্দিন,বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক (হেড মাওলানা) শহীদ মৌলানা আব্দুল হাই, তহশীলদার শহীদ সত্যেন্দ্র নারায়ন চৌধুরী সহকারী তহশীলদার শহীদ এহিয়া চৌধুরী, শহীদ সৈয়দ আশরাফ হোসেন পোষ্ট মাষ্টার) শহীদ আব্দুল বারি (ইউ.পি সদস্য)শহীদ ফিরোজ মিয়া (প্রবাসী কাদিপুর), শহীদ এখলাসুর রহমান(দিঘীরপাড়), শহীদ সামছু মিয়া(সাতহাল) শহীদ ওয়ারিছ মিয়া(সাতহাল), শহীদ আব্দুল জলিল(সাতহাল),শহীদ আলা মিয়া(সাতহাল), শহীদ ছুয়াব মিয়া(সাতহাল),শহীদ আব্দুল লতিফ(সাতহাল), শহীদ রইছ উল্যাহ(সাতহাল), শহীদ মানিক মিয়া(সাতহাল) শহীদ দবির মিয়া(আব্দুল্লাহপুর) শহীদ মরম উল্যাহ(গদাভাট) শহীদ মমতাজ আলী(রসুলপুর), শহীদ আব্দুল মজিদ(রসুলপুর), শহীদ নজির মিয়া(রসুলপুর) শহীদ সুনু মিয়া (রসুলপুর), শহীদ ডাঃ আব্দুল মান্নান(শ্রীরামসি বাজার), শহীদ অজ্ঞাত পরিচয় দর্জি(রসুলপুর)শহীদ ছামির আলী (পশ্চিম শ্রীরামসি) শহীদ রুপু মিয়া(শ্রীরামসি), শহীদ রুস্তম আলী(শ্রীরামসি) শহীদ আছাব মিয়া(শ্রীরামসি), শহীদ তৈয়ব আলী(শ্রীরামসি),শহীদ রোয়াব আলী,(শ্রীরামসি) শহীদ তোফাজ্জল আলী,(শ্রীরামসি) শহীদ মছদ্দর আলী(শ্রীরামসি)শহীদ অজ্ঞাত পরিচয় শিক্ষক (শ্রীরামসি মডেল প্রাইমারি স্কুল), শহীদ অজ্ঞাতনামা পোষ্ট মাষ্টার(শ্রীরামসি ডাকঘর) শহীদ অজ্ঞাতনামা ডাক পিয়ন(শ্রীরামসি ডাকঘর),শহীদ অজ্ঞাতনামা দোকান কর্মচারী (শ্রীরামসি বাজার) শহীদ আব্দুল মান্নান (হবিবপুর) শহীদ নুর মিয়া, শহীদ জহুর আলীসহ এ হত্যাযজ্ঞে ১২৬ জন লোককে সেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। পরে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকহানাদার বাহিনী শ্রীরামসি বাজারে গিয়ে কেরোসিন ছিটিয়ে সবকটি দোকানঘরে আগুন লাগিয়ে দেয়। শ্রীরামসি গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে জনমানব শুন্য ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। দাউ দাউ করে জ্বলে শ্রীরামসি গ্রাম ও শ্রীরামসি বাজার। শ্রীরামসি গণহত্যায় নিহতদের মৃতদেহ পুরোগ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শ্রীরামসি গ্রামের খালটি রক্তে রজ্জিত হয়। পাকসেনারা গ্রামের নববধূসহ অনেক নারীকে নৌকায় করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাদের কোন খুঁজ মিলেনি। জনমানবশুন্য গ্রামে শিয়াল কুকুর লাশগুলো নিয়ে টানাটানি করে। ৪/৫ দিন পর কেউ কেউ গ্রামে এসে মরদেহগুলো একত্রে করে এক এক গর্তে পুঁতে রাখেন। ইতিহাসের বর্বর এই গণহত্যার খবর নয়াদিল্লী থেকে তৎকালীন বিবিসি সংবাদদাতা বেতারযোগে বিশ্ববাসীকে জানান। শ্রীরামসি গণহত্যায় পাক বাহিনীর সাথে স্থানীয় রাজাকার হিসেবে যারা অগ্রনী ভূমিকায় ছিলেন তারা হলেন হবিবপুরের আহমদ আলী,আছাব আলী এবং বালাগঞ্জের খাদিমপুর গ্রামের জানু মিয়া অন্যতম। দেশ স্বাধীনের পর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী শ্রীরামসি গণহত্যার স্থান পরির্দশন করেন। ১৯৮৬ সালে মুক্তিযোদ্ধাদের দাবীর প্রেক্ষিতে শ্রীরামসি শহীদের স্মরণে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবু খালেদ চৌধুরীর সহায়তায় নির্মাণ করা হয় একটি স্মৃতিফলক। ওই ফলকে লেখা আছে প্রাপ্ত শহীদের নাম পরিচয়। ১৯৮৭ সালে শ্রীরামসি গ্রামবাসী শহীদ স্মৃতি সংসদ নামে একটি সংগঠন গঠন করে ৩১ আগষ্ট শ্রীরামসি গণহত্যার দিবসকে আঞ্চলিক শোক দিবস হিসেবে পালন করতে শুরু করেন। এখন পর্যন্ত শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে আঞ্চলিক শোক দিবস পালিত হচ্ছে। তবে শ্রীরামসি গ্রামের যে দুই বাড়িতে গণহত্যা হয়েছিল। তন্মেধ্যে শ্রীরামসি রসুলপুর গ্রামের রহিম উল্যাহর বাড়িতে নির্মাণ করা হয় একটি সুরম্য স্মৃতিসৌধ। তবে রহিম উল্যাহর বাড়িটি একটি খালের কারণে বিশ্বনাথ উপজেলায় অর্ন্তভুক্ত। স্মৃতি সৌধের নকশাশিল্পী সিরাজ উদ্দিন মাষ্টার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে ব্যক্তি উদ্যেগে এ কাজ করা হয়েছে। যে বাড়ীতে ঘটনাটি ঘটেছে তাদের আর্থিক অনুদানে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে স্মৃতিসৌধের নির্মাণ কাজ করা হয়। পরবতীতে জেলা পরিষদ সহ সরকারী বেসরকারী অনেকেই এগিয়ে এসেছেন। তিনি জানান, অপরদিকে জগন্নাথপুর উপজেলায় অর্ন্তুভূক্ত শ্রীরামসি রসুলপুর গ্রামের নজিব উল্যাহর বাড়িতে আজ অবধি হয়নি কোন স্মৃতিসম্ভ। ওই গণ্যহত্যায় নজিব উল্যাহ নিজেও শহীদ হয়েছিলেন। সরকারী ভাবে কোন উদ্যোগ না নেয়ায় গণহত্যার স্থানকে বাড়ির মালিকরা দেয়াল দিয়ে আলাদা করে রেখেছেন। সিরাজ উদ্দিন মাষ্টার মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে জগন্নাথপুর উপজেলার ওই অংশে দ্রুত স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান। শ্রীরামসি গ্রামের তরুণ মাহবুর হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের নারকীয় তান্ডবের পর শহীদের গণ কবরকে (জগন্নাথপুর অংশ) দেশ স্বাধীনের ৪৪ বছরে সংরক্ষন করতে না পারা দুঃখজনক। নতুন প্রজনো¥র মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী হিসেবে আমাদের দাবি সরকারিভাবে দ্রুত ওই গনকবরে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক।
শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ শ্রীরামসি আঞ্চলিক শোক দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছি। কর্মসূচীর মধ্যে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ ও শহীদের স্মরণে স্মরণসভা,মিলাদ মাহফিল কর্মসূচী রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গণকবরের জগন্নাথপুর অংশে স্মৃতিফলক না থাকা সত্যি পীড়াদায়ক। আমরা বিষয়টি সুনামগঞ্জের জেলা প্রশাসককে নিয়ে সরেজমিনে ঘটনাস্থল পরির্দশন করে এখানে কিছু করা যায় কীনা চিন্তা করছি।
শ্রীরামসি গ্রামের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ শ্রীরামসিতে দুটি স্মৃতি ফলক রয়েছে। একটি বিশ্বনাথ উপজেলায় অন্তভূক্ত হলেও শ্রীরামসি গ্রাম হিসেবে স্বীকৃত। অপর স্মৃতি ফলকটি শ্রীরামসি বিদ্যালয়ে রয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে কাজ করছি।
Leave a Reply