জগন্নাথপুর২৪ ডেস্ক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার মাকরিছড়ার বাসিন্দা মঈন মিয়া (৭০)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, মঈন মিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল থেকে। গত ২১ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মত্যুবরণ করেন।
ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাসার সবার ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply