1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শ্রদ্ধাঞ্জলি – বরণ্য রাজনীতিবীদ আব্দুস সামাদ আজাদ- অমিত দেব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

শ্রদ্ধাঞ্জলি – বরণ্য রাজনীতিবীদ আব্দুস সামাদ আজাদ- অমিত দেব

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৯১৩ Time View

অমিত দেব:: ভাটির জনপদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের শেষ সীমান্ত নলুয়া হাওর পাড়ের একটি গ্রাম ভূরাখালি। যাতায়াতের সুবিধা বলতে বর্ষা মৌসুমে হাওরের ঢেউ ডিঙ্গিয়ে নৌকা আর হেমন্তে হাওরের পীচ ঢালা সরো পথ পেরিয়ে হিজল করচ বেষ্টিত প্রার্কতিক সৌন্দর্য মন্ডিত অপরুপ দৃশ্যে অবলোকন করে রিকশা কিংবা অটোরিকশা যোগে যেতে পারেন সেই গ্রামে। যে গ্রামে জন্মগ্রহন করেছেন মুজিব নগর সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কুটনীতিবীদ আব্দুস সামাদ আজাদ। ১৯২২ সালের ১৫ জানুয়ারী শরিয়ত ঊল্যা ও সুরজাহান বিবি দম্পতির গর্ভে তাঁর জন্ম। আধুনিক বাংলাদেশের ডিজিটাল স্বপ্নের যুগে এসেও যে গ্রামটি অবহেলিত গ্রামের তালিকায়। ১৯২২ সালে এ গ্রামের অবস্থান কী ছিল তা বর্ণনার অপেক্ষা রাখেনা। জগন্নাথপুর ও দিরাই উপজেলার শেষ সীমান্ত ভাটির দ্বীপ ভূরাখালি গ্রামে সেই সময় ছিলনা কোন বিদ্যাপিট। লেখাপড়ার প্রতি প্রচন্ড আগ্রহ থাকার কারণে পারিবারিকভাবেই স্বরবর্ণের হাতেকড়ি নেন। এরপর ১৫ কিলোমিটার দূর পাশ্ববর্তী দিরাই উপজেলার একটি বিদ্যালয়ে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে জগন্নাথপুর উপজেলার সর্ব প্রথম প্রতিষ্ঠিত পাইলগাঁও ব্র্রজেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। পরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে কিছুদিন অধ্যায়ন করে সুনামগঞ্জ জুবলি স্কুল থেকে মেট্রিক পাস করেন। ১৯৪৮ সালে সিলেট এম.সি কলেজ থেকে স্মাতক ডিগ্রী লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পেশায় ভর্তি হয়ে কৃতিত্বের সহিত প্রথম পার্ট সম্পন্ন করলেও রাজনৈতিক কারণে ফাইনাল পরিক্ষায় অংশ নিতে পারেননি। বরণ্য এ রাজনীতিবীদের রাজনৈতিক দ্বায়বোধের স্পষ্ট পরিচয় পাওয়া যায় তাঁর স্কুল ও কলেজ জীবনের কর্মকান্ডে। ১৯৪০ সালে সুনামগঞ্জ মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব গ্রহনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। একজন রাজনীতিবীদ হিসেবে জগন্নাথপুর,দিরাই, নবীগঞ্জ, বানিয়াচং, নিয়ে গঠিত বাল্লা অঞ্চলের সুরমা ভ্যালী কিষাণ কনফারেন্সে প্রখ্যাত রাজনীতিবীদ জ্যোতি বসু,করুনা সিন্ধু রায়, পীর হবিবুর রহমান,সাথে যোগ দিয়ে এলাকার অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৫২সালের ভাষা আন্দোলন,১৫৫৪ সালের যুক্তফ্রন্টের নৌকা প্রতিক নিয়ে এম এল এ নির্বাচিত হন। এবং ওই সময় আওয়ামীলীগে যোগ দিয়ে কেন্দ্রীয় শ্রম সম্পাদক নিযুক্ত হন। এসময় কেন্দ্রীয় সরকার তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ষোষনা করায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়ান। ১৯৫৮ সালের ২৮ জুন পাবনার শাহাজাদপুর উপজেলার খাসাতবাড়ীয়া গ্রামের কাজীম উদ্দিন সরকারের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হল বর্তমান রোকেয়া হলের প্রথম নির্বাচিত মহিলা ভিপি নূরুন নাহার বেগমকে বিয়ে করেন। ঔই বছরের ২৭অক্টেবর আইয়ূব খানের সামরিক আইন জারীর পর আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষনা করা হলে ফের গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এবং গ্রেফতার হন। ১৯৬২ সালে তিনি জেল থেকে মুক্তি পান। ১৯৬৪ সালে তাঁর জীবনে আবারও কারাবন্দিত্বের পূনরাবৃত্তি ঘটে। মুক্ত হয়েই রাজনৈতিক সংগ্রামে সক্রিয় হন। ছয়দফা আন্দোলন,১৯৬৯ গণঅভ্যূথান ১৯৭০ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলার দু’টি আসন থেকে নির্বাচন করে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে ছুঁটে বেড়ান। যা বাঙ্গালীর জীবনে চীরকাল স্মরণযোগ্য।
সম্প্রতি জগন্নাথপুর উপজেলা সদর থেকে মোটর সাইকেলযোগে বন্ধু সাংবাদিক আলী আহমদ কে নিয়ে নলুয়ার হাওর পাড়ি দিয়ে মেঠো পল্লীর আঁকা বাঁকা পথ পেরিয়ে দুইপ্রান্থের সোনালী ফসলের ঢেউ পেরিয়ে উপজেলার শেষ সীমান্তে ভূরাখালী গ্রামে প্রবেশ করি। পাকা রাস্তা পেরিয়ে পায়ে হেঁটে কিছু দূর গিয়েই দেখা মিলে ভূরাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়। যার সাথে সম্পৃক্ত রয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র। বর্ষা মৌসুমে গ্রামের মানুষের নিরাপদ আশ্রয়ের কথা চিন্তা করেই এ আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করেছিলেন গ্রামের সুখ দুঃখের আপনজন আব্দুস সামাদ আজাদ। আশ্রয় কেন্দ্রের পিছনের বাড়ীটি আব্দুস সামাদ আজাদের ঐতিহাসিক জন্মভূমি। হিজল করচ বেষ্টিত নলুয়ার হাওর পাড়ের ঔই বাড়ীতে ঢুকলেই দেখবেন একটি আধা পাকা টিনসেড ঘর। অসংখ্য বৃক্ষলতা শোভিত বাড়ীতে ছোট একতলা বিল্ডিং থাকলেও পুরনো আমলের টিন সেড ঘরটি যেন এ এলাকার উজ্জ্বলতার প্রতীক। কী আছে স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের স্মৃতি বিজড়িত এই বাসভবনে কৌতুহল মেঠাতে দেখতে চাইলে আব্দুস সামাদ আজাদের ভাতিজা মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ উন্মোচন করলেন বন্ধ দরজা। চৌকাট ডিঙ্গাতেই চোখে পড়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি । রয়েছে জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রি শেখ হাসিনার ছবি। যৌবনের তেজ্বক্রিয় আব্দুস সামাদ আজাদের নিজের একটি ছবি। রয়েছে বড় একটি কাটের চেয়ার টেবিল বেঞ্চের মতো একেবারে আটপোরে কিছু জিনিষ। এছাড়া উল্লেখ করার মতো এই বাড়িতে কিছু নেই। নেই জৌলুসতার কোন চিহ্ন। কেউ বিশ্বাস করতে পারবেনা এটি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাড়ী। অথচ উপজেলা সদর থেকে ভূরাখালি পর্যন্ত পৌঁছতে চোখে পড়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অসংখ্য সুরম্য অট্রালিকা। গ্রামে বসবাসরত তাঁর আত্বীয় স্বজনদের সাথে আলাপ করে জানা যায় যে, ২০০৫সালে মৃত্যু শয্যা থাকাবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালের ব্যয়ভার বহনের জন্য তাঁর উত্তরসূরীদেরকে রাজধানীর কলাবাগানে থাকা একমাত্র বাসাটি ফ্ল্যাট বাড়ী বানিয়ে বিক্রি করা হয়েছে। অথচ জনশ্র“তি রয়েছে সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে আব্দুস সামাদ আজাদের নাম ব্যবহার করে অনেকেই বৃত্ত বৈভবের মালিক হয়েছেন। আব্দুস সামাদ আজাদ মুজিবনগর সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রি হিসেবে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ক্ষমতার রাজনীতি শুরু করেন। পরে আওয়ামীলীগ সরকারের কৃষি মন্ত্রীর দায়িত্ব পান। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে জাতীয় চার নেতার সাথে তিনিও গ্রেফতার হন। ভাগ্যের গুনে সে দিন বেঁচে গেলেও অত্যাচার নির্যাতন জেল জুলুম তাঁর সঙ্গী হয়ে পড়ে। শত নির্যাতনের পরও নীতি আর্দশের সংগ্রামে অবিচল থেকে চালিয়ে যান রাজনৈতিক দর্শন। পরবর্তীতে তাঁর প্রিয় সংগঠন আওয়ামীলীগকে বিধ্বস্থ অবস্থান থেকে পূর্নগঠনে সক্রিয় ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামীলীগের দায়িত্ব তুলে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পূর্নগঠিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জগন্নাথপুর -দক্ষিন সুনামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ১৯৯১,১৯৯৬,ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে তিনি আবারও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর্ন্তজাতিক কূটনীতিবীদ হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করলেও নিজের কিংবা তাঁর আত্বীয় স্বজনদের ভাগ্যে উন্নোয়নে কিছু করেননি। ক্ষমতায়নের প্রভাব থেকে আত্বীয় স্বজনকে মুক্ত রাখেন। তাঁর গ্রামের বাড়ীটি না দেখলে কেউ বিশ্বাস করতে পারেবেনা। এলাকার উন্নয়নে তাঁর আন্তরিকতার প্রমাণ পাওয়া যায় জীবনের শেষ সায়েহ্নে এসে এলাকার উন্নয়নে কাজ তদারকি করতে। তাঁর ছেলে আজিজুস সামাদ ডনের কথায়। ডন বলেন আমার পিতা মৃত্যু শয্যায় থেকেও এলাকার উন্নয়নের কথা ভাবছেন জোট সরকারের শাসনামলে তাঁর শুরু করা কাজ গুলো বন্ধ হয়ে যাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে হাসপাতালে চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়াসহ মন্ত্রিরা তাকে দেখতে গেলে তিনি কাজগুলো চালুর দাবী জানান। যার মধ্যে উল্লেখ যোগ্য হলো পাগলা-জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক ও আধুনিক অডিটরিয়াম নির্মাণ কাজ। আব্দুস সামাদ আজাদের প্রিয় পাত্র হিসেবে পরিচিত আওয়ামীলীগকমী জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র বলেন, তাঁর মতো রাজনীতিবীদ বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি সারা জীবন অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে মানুষের জন্য রাজনীতি করছেন। তাঁর নাম ব্যবহার করে যারা প্রভাব প্রতিপত্তি ভিত্ত বৈভবের মালিক হয়েছেন মৃত্যর কয়েক বছর যেতে না যেতেই তাঁদের মুখোশ উন্মোচিত হয়েছে। তারপরও আব্দুস সামাদ আজাদের নীতি আর্দশ কে লালন করে সামাদ আজাদের সৈনিকরা বেঁচে আছে। আব্দুস সামাদ আজাদের ঘনিষ্ট সহচর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন, আব্দুস সামাদ আজাদের মতো রাজনীতিবীদরা ক্ষনজন্মা। মৃত্যুর দশ বছর পরও আমরা রাজনৈতিক অঙ্গনে তাঁর শুন্যতা অনুভব করি। তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন রাজনৈতিক নীতি আর্দশে।
আব্দুস সামাদ আজাদের জীবদ্দশায় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত আরেক জাতীয় নেতা সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত সম্প্রতি সামাদ আজাদের গ্রাম ভূরাখালিতে কামারখালী নদীতে সেতু উদ্বোধন করে দুই উপজেলার সেতুবন্ধন রচনা করে এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আব্দুস সামাদ আজাদ ছিলেন এক কিংবদন্তী ইতিহাসের নাম। ভাটি বাংলার বরণ্য রাজনীতিবীদ হিসেবে আমি তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করতে কাজ করছি।
২০০৫ সালের ২৭ এপ্রিল বার্ধ্যক্যজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যু হয় বরণ্য রাজনীতিবীদের । মৃত্যুদিনে তাঁর স্মরণে শ্রদ্ধাঞ্জলী। লেখক – অমিত দেব সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com