স্টাফ রিপোর্টার –
শ্রী শ্রী কৃষ্ণ চরণ গোস্বামী প্রভূপাদের ৮৯তম তিরোভাব তিথি উৎসব ও শ্যামহাট আশ্রমের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী মহা মহোৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো আজ শুক্রবার সকাল ১০ টায় উপমহাদেশের প্রখ্যাত আধ্যাতিক মহাপুরুষ শ্রী শ্রী কৃষ্ণ চরণ গোস্বামী প্রভূপাদের চতুর্থ অধস্তন গুরুজিউ শ্রী শ্রী বিশ্বরূপ গোস্বামী প্রভূপাদ মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে উৎসবের উদ্ধোধন। ১১টায় সমবেত গীতা পারায়ন,বিকেল তিনটায় আলোচনা সভা ও মরণোত্তর সন্মাননা পদক প্রদান অনুষ্ঠান। সন্ধ্যায় আরতি ও মঙ্গলঘট স্হাপন, সাড়ে সাতটায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ পরিবেশনায় শ্রী হট্ট হরিসভা রাত ৯ টায় শুভ অধিবাস। পরদিন ৭ মার্চ অষ্টকালীন শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন। পরিবেশনায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর সম্প্রদায়,শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়, শ্রী শ্রী জয় রাধে সম্প্রদায় ও শ্রী শ্রী সুবল সম্প্রদায়, ৮মার্চ দধিভান্ড ভঞ্জন ও মহা প্রসাদ বিতরণ।
উৎসবের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করেছেন শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব।
Leave a Reply