স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্যামহাট আশ্রমে চৌষট্টি মোহান্তের অন্যতম শ্রীলনারায়ন বাচস্পতি মহোদয়ের আত্মজ শ্রীল বৈষ্ণব রায় ও মনোহরায় বংশোদ্ভূত সিদ্ধ মহাপুরুষ প্রভূপাদ শ্রী শ্রী কৃষ্ণচরণ গোস্বামীর তিরোভাব তিথি স্মরণে তিন দিন ব্যাপী অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা মহোৎসব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তিন দিন ব্যাপী উৎসবের প্রথম দিন ১১ মার্চ মঙ্গলবার সকালে মঙ্গলঘট স্হাপন ও উৎসব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। বিকেল তিন ঘটিকায় শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন সহসভাপতি মিন্টু রঞ্জন ধর ও ধর্ম বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র কুমার দাশ এঁর স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় রয়েছে শ্রীশ্রীচৈতন্য চরিতামৃত পাঠ পরিচালনায় শ্রীহট্র হরি সংঘ,রাত আটটায় শুভ অধিবাস।১২ মার্চ বুধবার ব্রাক্ষমুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী লীলা কীর্তন লীলীমৃত পরিবেশনায় হারনপুর সম্প্রদায় দিরাই, সুবল সম্প্রদায় বাগবাড়ি সিলেট, মহাপ্রভূ সম্প্রদায় জকিগঞ্জ ও গীতা সংঘ ছাতক।
১৩ মার্চ বৃহস্পতিবার দধিভান্ড ভঙ্গন পূর্ণা ও মহাপ্রসাদ বিতরণ। তিন দিন ব্যাপী উৎসবে ভক্তবৃন্দের উপস্থিতি প্রভুপাদের কৃপালাভ ও মহাপ্রসাদ গ্রহনের আমন্ত্রণ জানিয়েছেন শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌরাঙ্গ কুমার দে ও সাধারণ সম্পাদক অমিত কান্তি দেব।