চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি::জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে শ্বশুরবাড়ির লোকজন তাদের জামাতাকে উত্তম মধ্যম দিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত জামাতাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৩ বছর আগে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের জাহির উল্লার ছেলে দুলন মিয়ার সাথে একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মাহমদ আলীর মেয়ে শাহীনা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সাম্প্রতিককালে দুলন মিয়া ও তার স্ত্রী শাহীনা বেগমের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার শালিস বৈঠক বসে। অবশেষে গত কয়েক দিন ধরে শিশু সন্তানকে নিয়ে দুলন মিয়ার স্ত্রী তার পিত্রালয়ে বসবাস করছেন। হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে শাহীনা বেগম শিশু সন্তানের অসুস্থ্যতার খবর দেয় তার স্বামী দুলন মিয়াকে। এ খবর পেয়ে রাত ৯ টার দিকে দুলন মিয়া তার শ্বশুর বাড়ি ছুটে যায়। সেখানে রাত ১০ টার দিকে দুলন মিয়ার হাত-পা বেধে সারা রাত মারপিট করে তার শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পর দিন বুধবার পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য লোকজন আহত দুলন মিয়াকে উদ্ধার করে তার বাড়ির লোকজনের হেফাজতে দেন।
বৃহস্পতিবার গুরুত্বর আহত দুলন মিয়াকে (২৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, শশ্বুর বাড়িতে জামাতা নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।