জগন্নাথপুর২৪ ডেস্ক::
হতাশাময় এক দিন কাটালেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। কাইলিয়ান এমবাপের অনুপস্থিতিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না প্যারিস সেইন্ট জার্মেই।
শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী নিসের কাছে ১-০ গোলে হেরে গেছে পিএসজি। ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দিয়েছেন নিসের বদলি খেলোয়াড় অ্যান্ডি ডেলর্ট।
পুরো ম্যাচে শুধুমাত্র বল দখলের লড়াইয়েই আধিপত্য দেখিয়েছে টেবিল টপার পিএসজি। স্বাগতিক নিস যেখানে গোলের জন্য শট করেছে ১১টি, সেখানে পিএসজির ছিল ৮টি শট।
এর মধ্যে নিস ৬টি শট রাখে লক্ষ্য বরাবর। কিন্তু পিএসজির মাত্র ২ শট ছিল লক্ষ্য বরাবর। সেগুলোতেও মেলেনি কোনো গোল। ফলে ৩ পয়েন্ট হাতছাড়া করেই ফিরতে হয়েছে প্যারিসে।
অবশ্য মনে হচ্ছিল ম্যাচটি শেষ হবে গোলশূন্য অবস্থায়ই। তবে একদম শেষ দিকে গিয়ে ম্যাচের ৮৮ মিনিটের সময় পিএসজিকে হতাশায় ডোবান ডেলর্ট। তার গোলেই জয় পায় নিস।
এই হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বেশ ভালোভাবেই ধরে রেখেছে পিএসজি। লিগের ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা নিস ২৭ ম্যাচ থেকে নিতে পেরেছে ৪৯ পয়েন্ট।