1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শেষ রাতে বাড়ি ফেরার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা করল পাষান্ড স্বামী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

শেষ রাতে বাড়ি ফেরার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা করল পাষান্ড স্বামী

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::ময়মনসিংহের ফুলপুরে পরকীয়া প্রেমে আসক্ত স্বামী শেষ রাতে বাড়ি ফেরার প্রতিবাদ করায় মনিকা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিকার পা বাঁধা, শরীরে নির্যাতনের চি‎হ্ন ও যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল বলে অভিযোগ করেছেন তার পরিবার।

মনিকা শেরপুর জেলার নকলা উপজেলার কুস্যা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে ফলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী গ্রামের সেকান্দর আলীর সঙ্গে মনিকার বিয়ে হয়। তাদের সংসারে ২টি ছেলে সন্তান রয়েছে।

সেকান্দর আলী স্থানীয় গৌড়দ্বার বাজারে কম্পিউটার কম্পোজের ব্যবসা করেন।

সেকান্দারের পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল।

সোমবার শেষ রাতে স্বামী বাড়ি ফিরলে এর প্রতিবাদ করেন মনিকা। এরপরই তার উপর নির্যাতন শুরু হয় বলে জানান তার পিত্রালয়ের সদস্যরা।

মনিকার মা জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে মেয়ে তাকে মোবাইফোনে মারধরের খবর জানান। এরপর ভোররাতে সেকান্দার শ্বশুর বাড়িতে ফোন করে স্ত্রীর মৃত্যুর খবর জানান।

মনিকার পরিবারের অভিযোগ পরকীয়ার বাধা দেয়ায় সেকান্দার তাকে পিটিয়ে হত্যা করেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ নিহত মনিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com