স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জেলা যুবলীগ নেতা তনুজ কান্তি দেব বলেছেন,শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই যুবলীগ ছাত্রলীগ নেতাকমীদের সম্প্রতীর চেতনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।তিনি বলেন, ৭১ সালের মুক্তিযোদ্ধে একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল। সেই চেতনাকে জাগ্রত করে সম্প্রীতির বাংলাদেশের শ্লোগান পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সম্প্রীতির দিক দিয়ে বিশ্ব পরিমন্ডলে মডেল হিসেবে কাজ করছে। সম্প্রীতির এ ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি বলেন, এখনও বাংলাদেশে গ্রামে গ্রামে সকল ধর্মের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করছে। সম্প্রীতির এই নজির বিশ্বে মডেল হিসেবে স্বীকৃত। মঙ্গলবার রাতে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেববাড়ী আমরা ক’জন আয়োজিত শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় উপরোক্ত কথা বলেন।অনুষ্ঠানে ধমীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ইসকন নামহট্র সংঘের সাবেক পরিচালক অকিঞ্চন গৌর দাস ব্রক্ষচারী, শুভেচ্ছা বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,সংগঠনের সভাপতি নিলয় রঞ্জন বণিকের সভাপতিত্বে ও কল্যাণ কান্তি রায় সানীর পরিচালনায় অনন্ত গোপসহ সংগঠনের নেতৃবৃন্দসহ জগন্নাথপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply