আমিনুল হক ওয়েছ: যুক্তরাজ্য সফররত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন হাজারো বছরের মধ্যে বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অনেকদেশ বাংলাদেশকে অনুসরন করছে। তিনি বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য তাতী লীগ আয়োজিত মধ্যান্ধভোজ পূর্ব আলোচনা সভায় একথাগুলি বলেন।
সংগঠনের আহবায়ক এম এ সালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ কুরেশী শিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগ সভাপতি নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, আওয়ামীলীগ নেতা আনছারু হক, এস এম সুজন মিয়া, মেহের নিগার চৌধুরীসহ অনেকে।