জগন্নাথপুর২৪ জেস্ক::
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল নানা গুণে গুণান্বিত ছিলেন।
আজ বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, শেখ কামাল আসলে এক অনন্য মানুষ ছিলেন। অনেক গুণে গুণান্বিত এ মানুষটির বিচরণ ছিল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক পরিমণ্ডল, বিতর্ক প্রতিযোগিতা এবং রাজনৈতিক অঙ্গনে। বলা যায়, কোথায় ছিলেন না তিনি?
তিনি বলেন, বঙ্গবন্ধুর সন্তান হওয়া সত্ত্বেও একেবারেই সাধারণ জীবনযাপন করতেন।
তাপস বলেন, ১৫ আগস্ট আমরা তাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখতেন, তা আরও আগেই তিনি বাস্তবায়ন করতেন।
মেয়র বলেন, তরুণ সমাজের কাছে তার জীবন ও কর্ম সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দেয়ার কাজ বাকি রয়েছে
সুত্র-কালের কণ্ঠ
Leave a Reply