স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের উদ্যোগে বুধবার শুভ হালখাতা উপলক্ষে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজালাল এন্ড জাকারিয়া এন্টার প্রাইজের মালিক শাহ সিমেন্ট ও কে ওয়াই স্টীলের ডিলার আলহাজ্ব জামাল মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমাজকর্মী সৈয়দ মোজাম্মিল আলৗ ও ইসলাম উদ্দিন জসিমের যৌথ পরিচালনায় ব্যবসা প্রতিষ্ঠান অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় এতে বক্তব্য রাখেন,শাহ সিমেন্টের সিনিয়র রিজিওনাল কর্মকর্তা্ কে এম শামীম আহসান,মার্কেটিং কর্মকর্তা্ আব্দুস সামাদ,এমডি দ্বীন ইসলাম,কে ওয়াই স্টীলের মার্কেটিং কর্মকর্তা্ জুন্নুন আহমদ,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক এম এ মতিন,ব্যবসায়ী শাহজাহান তালুকদার,ফেরদৌসি মিয়া,কয়ছর মিয়া,হোসেন চৌধুরী,রাজু মিয়া, আলম উদ্দিন, সফিক মিয়া, সিরাজ মিয়া,হোসেন আহমদ, ও আলহাজ্ব জামাল মিয়া তালুকদারের ছেলে জাকারিয়া তালুকদার জনি ও কিবরিয়া তালুকদার মহি প্রমুথ। সভায় বক্তারা ব্যবসায়ী আলহাজ্ব জামাল মিয়া তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠানের উত্তরত্তোর সমৃদ্ধি কামনা করে সততার সহিত ব্যবসা পরিচালনা করে যাওয়ায় তাঁর প্রশংসা করেন। পরে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।