স্টাফ রিপোর্টার::
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ আগামী শুক্রবার দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু করবে। এ লক্ষ্যে সংগঠনকে গতিশীল ও নির্বাচনমুখী করার প্রত্যয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১৫ টিম গঠন করা হয়েছে।
এই টিমগুলো জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে সাংগঠনিক সফরে যাবে এবং স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা-কর্মিসভায় অংশ নেবে।
দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করে সফরের দিনক্ষণ ও কর্মসূচি নির্ধারণ করবেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাদের দেশব্যাপী এই সাংগঠনিক সফরকে সফল করার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা, সিলেট মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আবুল মাল আবদুল মুহিত, তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, মাহবুব-উল আলম হানিফ, আহমদ হোসেন, অ্যাড. মো. মিসবাহ উদ্দিন সিরাজ, বদরউদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু টিমের নেতৃত্ব দেবেন।