বিশেষ প্রতিনিধি
আগামী মাসের (জুলাইয়ের) মধ্যেই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হতে পারে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক দুজনেই এমন ইঙ্গিত দিয়েছেন। জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে শুনে জেলা কমিটিতে পদ পেতে আগ্রহীদেরও তৎপরতা বেড়েছে, যে যেভাবে পারছেন লবিং করেছেন।
দলীয় একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পদে দলের জ্যেষ্ঠ নেতা সাবেক সহসভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের নাম আলোচনায় রয়েছে।
এছাড়া সহ সভাপতি পদে’র অন্যগুলোয় সাবেক সহ সভাপতি ছিদ্দিক মিয়া, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, অ্যাড. সুরেশ দাস, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, ইদ্রিছ আলী বীরপ্রতীক, রেজাউল করিম শামীম, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, দেওয়ান ইমদাদ রেজা, অ্যাড. খায়রুল কবির রুমেন, আমির হোসেন রেজা, ইউসুফ আল আজাদ, সিরাজুল ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান, কলকলিয়া) জিল্লুর রহমান (বিশ্বম্ভরপুর) প্রমুখের নাম আলোচনায় রয়েছে।
যুগ্ম সম্পাদক পদে সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, আবুল কালাম, সুবীর তালুকদার বাপ্টু, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, অ্যাড. শামছুল আবেদীন, সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ প্রমুখের নাম রয়েছে আলোচনায়।
সাংগঠনিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সেলিম, অলিউর রহমান চৌধুরী বকুল, শামীম চৌধুরী, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, শাহ্রিয়ার বিপ্লব, অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, আতিকুল ইসলাম আতিক, অমল চৌধুরী হাবুল, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জল প্রমুখের নাম আলোচনায় রয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের কমিটিতে সাবেক ছাত্র নেতাদের মধ্যে যাদেরকে পদ দেওয়া জরুরি বলে আলোচিত হচ্ছে, এরা হচ্ছেন- সাবেক ছাত্রনেতা অ্যাড. মতিউর রহমান পীর, আবু সুফিয়ান, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. শামীমা শাহ্রিয়ার, আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, অ্যাড. আজাদুল ইসলাম রতন, নিজাম উদ্দিন, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. আবুল আজাদ, অ্যাড. মাজহারুল ইসলাম, গিয়াস উদ্দিন মারূফ, অ্যাড. ছায়াদুর রহমান, ও অ্যাড. কল্লোল চৌধুরী।
জেলা ছাত্রলীগের সাবেক এক দায়িত্বশীল নেতা বলেন,‘জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সুনামগঞ্জে আসলে এখন কাছেই ভিড়াই যাচ্ছে না, যে যার মতো করে নিজেদের উপস্থাপন করছে কমিটিতে স্থান পাবার জন্য’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির বলেছেন,‘আওয়ামী লীগ বড় দল, নেতাও বেশি, প্রায় ২০ বছর পর কমিটি হবে, সম্মেলন না হওয়ায় এই ২০ বছরে সাবেক ছাত্রনেতারাসহ অনেক নেতাই কাঙ্খিত পদ পাননি, এখন সবাইকে স্থান দেওয়া কঠিন বিষয়, তবুও যোগ্যরা যাতে স্থান পান সেজন্য অনেকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন, বিশেষ করে জেলার জ্যেষ্ঠ সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বসে জাতীয় কাউন্সিলের আগেই আমরা পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করবো’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান অবশ্য বলেছেন,‘এবার অনেক নতুন মুখ আসবে, অর্ধেকের বেশি হবে নতুন মুখ, কমিটি আমরা তৈরি করেই রেখেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাইলেই কমিটি দেওয়া হবে’। সূত্র সুনামগঞ্জের খবর