জগন্নাথপুর টুয়েন্টিফেঅর ডেস্ক:শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার সকাল সোয়া ১১টার দিকে গাইবান্ধা জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
উল্লেখ্য, ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের গোপালচরণ শিশু সৌরভ গাইবান্ধা-১ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয়। লিটনের দাবি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে জামায়াত-শিবির কর্মীরা হামলা চালায়। এ সময় সাংসদ ফাঁকা গুলি ছুড়লে শিশু সৌরভ গুলিবিদ্ধ হয়।
এ ঘটনায় বাদী হয়ে সাংসদ লিটনকে একমাত্র আসামি করে গত ৩ অক্টোবর রাতে হত্যাচেষ্টার অভিযোগে ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করেন।
এছাড়া সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের হাফিজার রহমান ২ অক্টোবর তার বাড়ি ভাংচুরের অভিযোগে গত ৬ অক্টোবর সংসদ সদস্য লিটনসহ ১০ জনকে আসামি করে অপর একটি মামলা করেন।