জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::শিশু ধর্ষণে অভিযুক্ত সেই মার্কিন টিভি তারকা মার্ক সালিং ‘আত্মহত্যা’ করেছেন।শিশুদের সঙ্গে যৌনক্রিয়ার ঘটনায় রায় ঘোষণার এক সপ্তাহ আগেই মার্ক আত্মহত্যা করলেন।
ওই ঘটনায় মার্কের বিরুদ্ধে জেল হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছে দ্য সান।
লসঅ্যাঞ্জেলেসে নিজের বাড়ির পাশেই একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা থেকে মার্ক নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য।
২০১৫ সালে মার্কের নামে শিশুদের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ উঠেছিল। গ্রেফতারও হয়েছিলেন তিনি। তদন্তে নেমে পুলিশ মার্কের ল্যাপটপ থেকে শিশুদের সঙ্গে যৌনক্রিয়ার প্রায় ৫০ হাজার ছবি জব্দ করে।
টিভি সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন মার্ক।
পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন মার্ক। কিন্তু ৩৫ বছরের টিভি তারকা নিজেকে কেন শেষ করে দেবেন তা নিয়ে তদন্ত চলছে। কেউ কেউ মনে করছেন খুন করা হয়েছে সালিংকে। তদন্তের স্বার্থে মুখ খোলেনি পুলিশ।
নিহত মার্কের আইনজীবী মিশেল জে প্রক্টরের দাবি, তার মক্কেল হাসিখুশি ছিলেন। তিনি আত্মহত্যা করতে পারেন না। ফলে মার্কের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।